বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুবলীগের সমাবেশে অনুপস্থিত ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

যুবলীগের সমাবেশে অনুপস্থিত ওমর ফারুক চৌধুরী

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তবে সমাবেশে দেখা মেলেনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে ওই সমাবেশ শুরু হয়। তবে এর আগেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে থাকেন যুবলীগের সাবেক ও বর্তমান নেতারা।


বিজ্ঞাপন


এ দিন সমাবেশ শুরুর পরও সম্মেলনস্থলে দেখা যায়নি যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। তবে সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে।

>> আরও পড়ুন: মহাসমাবেশে এসে যুবলীগ নেতার মৃত্যু

এর আগের কমিটির চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সে কমিটির সাধারণ সম্পাদক মির্জা আজম। তারা দুইজনও সমাবেশে সশরীরে যোগ দিয়েছেন। নানক-আজম কমিটির আগে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন নুরুল মাজিদ হুমায়ুন। তিনিও যোগ দিয়েছেন যুবলীগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে।

২০১৯ সালের ২০ অক্টোবর যুবলীগ থেকে বহিষ্কার করা হয় ওমর ফারুক চৌধুরীকে। সে বছরের ২৩ নভেম্বর সম্মেলনের মধ্যদিয়ে ওমর ফারুক চৌধুরীর স্থলাভিষিক্ত করা হয় শেখ ফজলে শামস পরশকে। আর সাধারণ সম্পাদক করা হয় মাইনূল হোসেন খান নিখিলকে। ওমর ফারুক চৌধুরী সেই সম্মেলনেও উপস্থিত ছিলেন না।


বিজ্ঞাপন


শুক্রবারের এই সমাবেশ যুবলীগের বর্তমান কমিটির অধীনে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সবচেয়ে বড় অনুষ্ঠান। এতে সাবেকদের ডাকা হলেও সাড়া পাননি ওমর ফারুক চৌধুরী। জানা গেছে, যুবলীগ চেয়ারম্যানের পদ হারানোর পর রাজনীতি থেকে পেছপা হয়েছেন তিনি। এখন আর রাজনীতির কোথাও তার কোনো সংশ্লিষ্টতা নেই। ব্যবসার পাশাপাশি সময় দেন পরিবারকে।

কারই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর