রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে একজনের মৃত্যু হয়েছে। তার নাম জিন্নাত আলী হারুন (৪৫)। তীব্র গরমে অসুস্থ হওয়ার পর ৪৫ বছর বয়সী হারুনের মৃত্যু হয়।
জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অংশ নিতে আসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং বাকসী মইল ইউনিয়নের যুবলীগ সভাপতি হারুন। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুবলীগের মহাসমাবেশে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ৩
নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জিন্নাতকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
কারই/এমআর

