শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যুবলীগের মহাসমাবেশে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

যুবলীগের মহাসমাবেশে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ৩

আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে গ্যাস বেলুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে মহাসমাবেশে আসা তিন কর্মী আহত হয়েছেন। এছাড়া বাসের গ্লাস ভেঙে আহত হয়েছে আরও এক কর্মী।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা একটার দিকে মহাসমাবেশের ১ নাম্বার গেটের প্রবেশমুখে এই ঘটনা ঘটে। অন্যদিকে বাসের গ্লাস ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে শাহবাগ এলাকায়।


বিজ্ঞাপন


jubo-2সমাবেশে যোগ দেওয়া সংহঠনটির কয়েকজন কর্মী জানান, কর্মীরা গ্যাস বেলুনসহ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছিলেন। সমাবেশস্থলে যোগ দেওয়ার সময় একটি চেকপোস্টে জড়ো হন তারা। সেখানে তল্লাশির সময় হঠাৎ গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে একজনের হাতের কিছু অংশ পুড়ে যায়। এছাড়া হুড়োহুড়ি করার সময় আহত হয় সংগঠনটির আরও দুই কর্মী।

অন্যদিকে শাহবাগ অংশ বাসের গ্লাস ভেঙে আহত হয়েছেন যুবলীগের আরেক কর্মী। তাৎক্ষণিকভাবে আহতদের কারও নামপরিচয় জানা যায়নি।

jubo-3

দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজ্ঞাপন


মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোকের সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। সমাবেশ ঘিরে সকাল থেকেই লাখো নেতাকর্মী হাজির হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

ডিএইচডি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর