সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানুষ হেঁটে-সাঁতরে খুলনার সমাবেশে আসবে: দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

মানুষ হেঁটে-সাঁতরে খুলনার সমাবেশে আসবে: দুদু

আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই সমাবেশ ঠেকাতে সরকারি দল আওয়ামী লীগ বাধা দিচ্ছে এবং গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। তবে কোনো বাধাই সমাবেশে জনস্রোত ঠেকাতে পারবে না দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে, সাঁতার কেটে সমাবেশে আসবে। বিএনপির জনসমর্থন এখন সমুদ্রের মতো বিশাল বলেও দাবি করেন এই নেতা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় জনসমাবেশ সফল করার জন্য খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শামসুজ্জামান দুদু বলেন, 'সরকার যতই কূটকৌশলের আশ্রয় নিক না কেন আগামী ২২ অক্টোবরের গণসমাবেশ হবে ঐতিহাসিক এবং সমসাময়িক সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক। এই সমাবেশ থেকে যে গণআন্দোলনের সূচনা হবে তাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলন নতুন মাত্রা নেবে।’

আরও পড়ুন: ছাত্রদলের সাবেক সভাপতি-সেক্রেটারিরা কে কোথায়?

দুদু বলেন, ‘আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষকে বাঁচানোর। আন্দোলনের অন্যতম দাবি হচ্ছে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো। সম্প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির যে পাঁচজনকে গুলি করে শহীদ করা হয়েছে তাদের হত্যার বিচার দাবি করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সাফল্যের দিকে এগিয়ে নেওয়া।’

আরও পড়ুন: বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় পরিবহন বন্ধ রাখার ঘোষণা


বিজ্ঞাপন


বিএনপির এই নেতা বলেন, 'এই সরকার মতপ্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই বিএনপি সমাবেশ করছে সেখানে পুলিশসহ আওয়ামী লীগ ক্যাডার বাহিনীকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অবশ্য তাতে সভা আরও বিশলতায় নিচ্ছে। চট্টগ্রাম এবং ময়মনসিংহে প্রমাণ হয়েছে বিএনপির জনসমর্থন এখন সমুদ্রের মতো বিশাল।’

আরও পড়ুন: মামলা ও গ্রেফতার আতঙ্কে বিএনপি

শামসুজ্জামান দুদু প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয়, এই সরকার জনগণের ট্যাক্সে চলে। সেহেতু জনগণের ওপরে অত্যাচার করা হচ্ছে অন্যায়ের পক্ষ অবলম্বন করা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।

এমই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর