বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় পরিবহন বন্ধ রাখার ঘোষণা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

বিএনপির সমাবেশ সামনে রেখে খুলনায় পরিবহন বন্ধ রাখার ঘোষণা
ছবি: ঢাকা মেইল

বিএনপির বিভাগীয়  সমাবেশকে সামনে রেখে খুলনায় পরিবহন বন্ধ রাখার ঘোষণা করেছে বাস মালিক সমিতি। 

বুধবার (১৯ অক্টোবর) সকালে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খুলনা শহরের ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ২২ অক্টোবর সমাবেশ হওয়ার কথা।

বিএনপি নেতাদের অভিযোগ, আগামী ২২ অক্টোবর সমাবেশ বানচাল করতে সরকারের চাপে বাস মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সব গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।


বিজ্ঞাপন


উল্লেখ্য, খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২০০ বাস দেশের ১৮টি রুটে চলাচল করে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর