শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

জাতীয় পার্টির সব পদ হারালেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

জাতীয় পার্টির সব পদ হারালেন রাঙ্গা
ফাইল ছবি

প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে অব্যাহতি দেন।


বিজ্ঞাপন


জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদবী থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।’

আরও পড়ুন: দেবর-ভাবির দ্বন্দ্বে জাপায় ফের অস্থিরতা

জানা যায়, সম্প্রতি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে গঠনতন্ত্র নিয়ে খোলামেলা কথা বলেন সংসদ সদস্য রাঙ্গা। ওই বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মসিউর রহমান রাঙ্গা গত কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। কয়েক মাসের মাথায় তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন জিএম কাদের।


বিজ্ঞাপন


মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর