মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

জাতীয় যুব মহিলা পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানাকে আহ্বায়ক করে জাতীয় যুব মহিলা পার্টির ৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই কমিটির অনুমোদন করেছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সকল জেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টির কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


কমিটিতে আহ্বায়ক নাজনীন সুলতানা ছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহমুদা রহমান মুন্নি, কানিজ আফরোজ রসুল, আফসানা ইয়াসমিন শান্তনু, তাসলিমা গিয়াস ও নাজমিন সুলতানা তুলি রয়েছে।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সায়িকা হক, ইলোরা ইয়াসমিন, অ্যাডভোকেট সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুঁই, রিক্তা বেগম, তাহসিন রুবাইয়াত, জেসমিন আরা পালকি, ফারজানা আফরোজ বিথি, আয়শা আক্তার স্বর্ণা, আকলিমা আক্তার, নূরুন্নাহার বেবী, রুবা সরকার, আজিজুন নাহার, নাসরিন সুলতানা লিজা, আখি বেগম, তনিমা মজমাদার, আফরোজা বেগম, শাকিরুন আক্তার, নাহিদা ইয়াসমিন রুমা, শিরিন ইয়াসমিন, রেহানা আক্তার, প্রহেলী চাকমা, তানিয়া আহমেদ চৌধুরী, লাজিনা আহমেদ, ইয়াফা রহমান, সাবিনা ইয়াসমিন, বিলকিস, শিরিনা ইয়াসমিন প্রমুখ।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর