মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হামলার নেতৃত্বে ছিল মির্জা আব্বাসের ভাগিনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

nasir uddin patwari
ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, ওই হামলার নেতৃত্ব দিয়েছেন একই আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ভাগিনা। আজ এক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এ গুরুতর অভিযোগ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


বিজ্ঞাপন


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে রাজধানীর শান্তিনগরে পরিকল্পিতভাবে আমাদের হামলা করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। হামলায় মির্জা আব্বাসের ভাগিনা নেতৃত্ব দিয়েছে। 

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। মির্জা আব্বাস সন্ত্রাসী ভাড়া করে এনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এখন সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে তিনি সন্ত্রাসীদের পোষণ করবেন, নাকি বহিষ্কার করবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি দেশের মানুষের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম। হয় আমি বেঁচে থাকবো, নতুবা সন্ত্রাসী চাঁদাবাজরা বেঁচে থাকবে।’


বিজ্ঞাপন


উল্লেখ্য আজ রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসব অনুষ্ঠানে এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজে উপস্থিত হলে শুরুতেই গেটের সামনে তাকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়।

ধাক্কাধাক্কির কারণে অনুষ্ঠান মঞ্চও ভেঙে পড়ে। একই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে তার আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর