মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দাবি আদায়ে সব ধরনের পন্থা অবলম্বন করব: ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

satrodal
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

তিনটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির ছাত্র সংগঠনটির এই কর্মসূচি।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ার করেছেন, যতক্ষণ তাদের দাবি পূরণ নাহ হবে ততক্ষণ তারা নির্বাচন কমিশনের সামনে থেকে সরবেন না।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমরা যৌক্তিকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তারা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করবে বলে গতকাল (রোববার) আশ্বাস দিয়েছে। আমরা আজকে তাদের সেই আশ্বাসের প্রতিফলন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। সেজন্যই আমরা দ্বিতীয় দিনের মতো এখানে ঘেরাও কর্মসূচি পালন করছি।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমাদের দাবি আদায় করতে যদি এখানে সারারাত অবস্থান করতে হয়, আমরা করবো। কিন্তু আমরা দাবি আদায় ব্যতীত এখান থেকে ছেড়ে যাবো না।’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি সম্মান দেখিয়ে গতকাল আমরা  ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সাড়ে ১৫ বছর ঢাকার রাজপথে সকল ক্যাম্পাসে ছাত্রদলের পতাকা উঁচু করে ধরে রেখেছিল। সেহেতু এই কয়েক হাজার নেতাকর্মীদের যদি স্লোগানে স্লোগানে মুখরিত করে তাহলে এই শব্দের প্রকম্পনে আপনাদের ভবন কম্পিত হবে। সেজন্য আমরা নিষেধ করেছিলাম।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘কিন্তু আজকে যদি আমাদের দাবি আদায়ে আপনাদের সদিচ্ছার প্রকাশ যদি না পায়, আমরা আমাদের সব ধরনের পন্থা অবলম্বন করব। আমরা যেভাবে শুধুমাত্র মূল রাস্তা অবরোধ করছি দাবি আদায়ের জন্য, মূল গেট অবরোধ করতে পারি। আপনারা যে কথা দিয়েছেন অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই।’

ছাত্রদল যে তিন বিষয় নিয়ে আন্দোলন করছে- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এমএইচএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর