সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আজ আবারও ইসি ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ এএম

শেয়ার করুন:

আজ আবারও ইসি ঘেরাও করবে ছাত্রদল

আজ সোমবার (১৯ জানুয়ারি) আবারও নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর নতুন কর্মসূচির এ ঘোষণা দেয় সংগঠনটি।

এ সময় রাকিব বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক মনে করে সেগুলো পূরণের আশ্বাস দিয়েছে কমিশন। ফলে আমরা আজকের মতো কর্মসূচি স্থগিত করছি।

তিনি আরও বলেন, তবে সোমবার বেলা ১১টা থেকে আবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।


বিজ্ঞাপন


এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রদল।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর