শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মির্জা আব্বাস-পাটওয়ারীকে যে বার্তা দিলেন মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাস-পাটওয়ারীকে যে বার্তা দিলেন মেঘনা আলম
মেঘনা আলম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ বার্তা দেন।


বিজ্ঞাপন


Screenshot_2026-01-16_063711

মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!’

পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের।’


বিজ্ঞাপন


গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মেঘনা আলম গণমাধ্যমকে বলেন, ‘পরাশক্তির কাছে নত না হয়ে দেশের মর্যাদা পুনরুদ্ধারে রাজনীতি করতে চাই। কূটনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া এবং নীতিনির্ধারণী পর্যায়ে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।’

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর