সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হঠাৎ সদলবলে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

Abbas
হঠাৎ সদলবলে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস। ছবি: ঢাকা মেইল

হঠাৎ করেই সদলবলে বাংলাদেশে ব্যাংকে এসেছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ে প্রবেশ করেন তিনি।

এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তারা নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে গভর্নর বিল্ডিংয়ের নিচ তলায় প্রবেশ করে। তবে চারজনের পাশ নিয়ে মির্জা আব্বাস ভেতরে প্রবেশ করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের বাইরে ও সোনালি ব্যাংকের গেতে আরও শতাধিক কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। 


বিজ্ঞাপন


610783382_1376136390649300_4040610748588135741_n

মির্জা আব্বাস প্রথমে গভর্নর বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থান করেন। সেখান আধা ঘণ্টার মতো অবস্থানের পর ৩০ তলা ভবনে যান। তখনও তার সঙ্গে অনেক নেতাকর্মী ছিল।

তিনি কী জন্য কেন্দ্রীয় ব্যাংকে এসেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তার সঙ্গে আসা একজন বলেন, আব্বাস ভাই নিয়মিত ব্যাংকের কাজে এসেছেন। তেমন কিছু না।


বিজ্ঞাপন


সম্প্রতি মির্জা আব্বাস নির্বাচন কমিশনে তার হলফনামা দাখিল করেছেন। তার অস্থাবর সম্পত্তির দাম ৭০ কোটি টাকা দেখিয়েছেন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায়। স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য দেখিয়েছেন ‘অজানা’, তবে এর অর্জনকালীন দাম দেখিয়েছেন পৌনে চার কোটি টাকা। সেই সঙ্গে ২৫ কোটি টাকা দায় থাকার তথ্যও জানিয়েছেন তিনি।

612238144_1893604684857541_2341907718558591466_n

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও পালন করেন। তার ছেলে ইয়াসির আব্বাস ঢাকা ব্যাংকের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, তিনি বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের কাছে এসেছিলেন। গভর্নর ভবনের তৃতীয় তলার জন্য নির্ধারিত হলুদ পাশ চার জনের জন্য সংগ্রহ করা হলেও তার সাথে ১০ জন প্রবেশ করেন। কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান নিয়ম অনুযায়ী একটি হলুদ পাশ দিয়ে শুধুমাত্র একজনই প্রবেশ করতে পারেন।

বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত এলাকা যেখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। কেপিআই নিরাপত্তা নীতিমালায় বলা আছে, ২০ মিটারের মধ্যে অবৈধ প্রবেশ বা নির্মাণ নিষিদ্ধ। বিনা অনুমতিতে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা মেইলকে বলেন, আমি অফিসের বাইরে ছিলাম, বিষয়টি আমার জানা নাই। তার কোনো কাজ থাকলে তিনি আসতে পারেন। তবে দল নিয়ে কেপিআই এলাকায় বিনা অনুমতিতে আসার সুযোগ নাই।

টিএই/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর