আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়ী হয়ে ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন চালুর চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে নির্বাচনে আসন সমঝোতা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বিজ্ঞাপন
ক্ষমতায় গেলে শরীয়া আইন চালু করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো। চেষ্টা করা আমাদের দায়িত্ব। আমরা যদি চেষ্টা না করি আগে যদি নিয়তই গড়বড় থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছেই মনে হয় যে এটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো। তাহলে তো সেক্যুলার রাজনীতি যদি করাই ভালো।’
দেশের প্রচলিত সংবিধান ও আইন মানেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘না- শোনেন একটা বিষয় হলো মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক নিয়ম-কানুন, আইনের কথা জানি কিন্তু মানতে বাধ্য হয়েছি। কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে তাই না। আমরা তো অনেক আইন মানতে বাধ্য। বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান মানতে বাধ্য কিন্তু সংবিধানে কিছু অসংতি থাকে কিছু আইন থাকে নিপীড়নমূলক কিছু আইন থাকে এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে তাই না। অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করবো, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে।’
তিনি বলেন, ‘আমাদের নীতি আদর্শের সাথে যাদের সংহতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা রাখব, শেষ প্রশ্ন থেকে বলছি। সামনে কী হবে? আমি এখন বলতে পারবো না। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এই অবস্থান।’
বিজ্ঞাপন
ওয়ান বক্স পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আপনাদের কিছু সমর্থক জামাতের কিছু সমর্থক অনলাইনে বাক যুদ্ধে জড়িয়েছে এবং মন্দ ভাষা ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শুধু জামায়াতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন? আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোনোরকম আচরণ আমরা করবো না, আমরা শালীনতা বজায় রাখব। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলব যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না। তারাও যাতে শালীনতার মধ্যে থাকে তাদের প্রতি আহ্বান জানাব।’
এমআইকে/এমআই

