বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা উভয়েই জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতা।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় বলে জানানো হয়েছে।
এদিকে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন- আজ এগারো দলীয় জোটের অন্যতম জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হকের সঙ্গে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আগামী নির্বাচন, গণভোট এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এই দুই নেতা।
বিজ্ঞাপন
জেবি

