ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) ইসির আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এনসিপির সাবেক এই নেত্রী।
যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ভোটার তালিকায় গরমিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করার কথা জানানো হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন এই নারী চিকিৎসক। আপিল আবেদন করতে এসে তাসনিম জারা বলেছিলেন, আইনি লড়াই আমরা চালিয়ে যাব।
বিজ্ঞাপন
আপিল শুনানির প্রথম দিনই তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্রসহ অংশ নিচ্ছেন।
মনোয়নপত্র বৈধ ঘোষণার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ‘নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘দেশে-বিদেশে সবাই দোয়া করেছেন, অনেকে হতাশা প্রকাশ করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো প্রার্থী হিসেবে।’
এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব। সবার সমর্থন নিয়ে লড়াই করতে পারব। সবার সঙ্গে দেখা হবে।’
তাসনিম জারা তরুণদের নিয়ে গড়া দল এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। এর আগে এনসিপির পক্ষে নির্বাচন করার কথা থাকলেও পরবর্তীকালে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
এমএইচএইচ/এমআর

