রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

Jamat
ড. হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী–কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।


বিজ্ঞাপন


গত ২ জানুয়ারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। বাতিলের কারণ হিসেবে জানানো হয়, তার বিরুদ্ধে থাকা একটি আদালত অবমাননার মামলার তথ্য হলফনামায় গোপন করার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে আগের কিছু আইনি প্রক্রিয়ার জটিলতা উল্লেখ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। 


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর