রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

bnp dhakamail
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান। ছবি: ঢাকা মেইল

দেশের সিনিয়র সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলছে।


বিজ্ঞাপন


বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। 

বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

611651845_1634097108005296_4280001569877932279_n_(1)দীর্ঘদিন পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সরাসরি মতবিনিময় রাজনৈতিক ও সাংবাদিকতা উভয় মহলে বেশ গুরুত্ব পাচ্ছে। 


বিজ্ঞাপন


সাংবাদিকরা দেশের সার্বিক চিত্র, গণমাধ্যমের বিগত দিনের ইতিহাস তুলে ধরেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর