বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান নুরের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান নুরের
নুরুল হক নুর। ফাইল ছবি

জাতীয় নির্বাচনে মার্কায় ভোটের পাশাপাশি রাষ্ট্র সংস্কারে গণভোটে ‘হ্যা‘ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর। 

বুধবার (৭ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, জাতীয় নির্বাচনে মার্কায় ভোটের পাশাপাশি রাষ্ট্র সংস্কারে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের এ বক্তব্য ঘিরে নানান প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থকদের অনেকে তার আহ্বানকে সময়োপযোগী ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তারা রাষ্ট্র সংস্কারে গণভোটের প্রয়োজনীয়তার বিষয়ে একমত প্রকাশ করেন। তবে বিরোধী মতের কিছু নেটিজেন গণভোটের বাস্তবতা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন। সব মিলিয়ে নুরুল হক নুরের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: ‘গণভোটই নির্ধারণ করবে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না’


বিজ্ঞাপন


সোহাগ নামের এক ব্যক্তি তার পোস্টের কমেন্টে লেখেন, হিংসা নয়, একে অপরের হাত ধরে এগোলে সাফল্য আরও সুন্দরভাবে ধরা দেয়। একতাই শক্তি।

আরিয়ান নাসির নামের এক ব্যক্তি তার পোস্টে মন্তব্য করেন, একসময় আইকন হিসেবে দেখা নূর ভাই মাঝে হারিয়ে গেলেও এই সিদ্ধান্তের জন্য স্যালুট ভাই। আপনারা হারিয়ে গেলে এই অভাগা দেশ দেখবে কে? সেই ছোটবেলা থেকেই শুনে আসছি—এই দেশের পরিবর্তন কে করবে, এই দেশ এভাবেই চলবে। না ভাই, এ দেশ এভাবেই চলবে না। জাতিকে আশা দেখানো প্রথম নায়ক আপনাদের মাধ্যমেই দেশের পরিবর্তন ঘটবে। তাতে আপনি যে দলের সাথেই জোট করুন না কেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবেই। নাহলে যেখানে আছি, সেখানেই দাঁড়িয়ে থাকব অনন্তকাল।

আরও পড়ুন: ‘গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করছে সরকার’

জুবায়ের আলম নামের আরেক ব্যক্তি মন্তব্য করেন, গণভোটেরও মার্কা দিতে হবে। না হলে গ্রামের গরিব মানুষ বুঝতে পারবে না। অনেকে আছে, যারা লেখাপড়া জানে না—কোনটা হ্যাঁ, কোনটা না, কীভাবে বুঝবে?

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর