বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘গণভোটই নির্ধারণ করবে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

R
আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নির্বাচনি কর্মশালায় কথা বলছেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি- ঢাকা মেইল

ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কি না, তা বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নির্বাচনি কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আলী রীয়াজ বলেন, ‘দেশের ভবিষ্যত কীভাবে চলবে, তা গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের বিষয়ে দেশের জনগণই গণভোটে রায় দেবে।’

তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতে। এবার সেই সুযোগ জনগণেরই থাকবে। আপনি চাইলে অংশ নিতে পারবেন, চাইলে না নিতেও পারেন। তবে এই ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর না করে জনগণ নিজেরাই ঠিক করবে যে আগামীতে বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট তৈরি হবে কি হবে না। আপনি, আমি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারব না; এটি থাকবে বাংলাদেশের জনগণের হাতে।’

আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে কাউকে ক্ষমা দিতে পারবেন না। সব সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ফলে গণভোটের বিষয়টি যদি কেউ বলে ‘গণভোট কী?’ আমি জেলা প্রশাসকসহ সকলকে অনুরোধ করছি, এটি খুব সহজ ভাষায় জনগণের কাছে উপস্থাপন করতে হবে। যা সত্য এবং মানুষের জন্য বোঝার মতো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সুযোগ তৈরি করছি, যাতে কেবল আগামী পাঁচ বছর নয়, বরং আগামী ৫০ বছর দেশের জনগণ এই ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারে।’


বিজ্ঞাপন


এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর