শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানালেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

janaja
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।


বিজ্ঞাপন


ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘আমি আমার দলের পক্ষ থেকে জাতিকে আন্তরিক ধন্যবাদ জানাই দেশনেত্রীর জানাজায় অংশ নেবার জন্য।’

Screenshot_2026-01-02_185223

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে জানাজায় অংশ নেন লাখ লাখ মুসল্লি।

jj_20261231_162318729তাঁর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। এ ছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পাটানো একটি পত্রে এই আহ্বান জানানো হয়। 

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর