সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনায় তার মাজারের পাশে কোরআন তেলাওয়াত ও খতম চলছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় এই ধর্মীয় আয়োজন শুরু হয়, যা দিনব্যাপী চলবে বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরকালীন মুক্তির জন্যই এই কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জন্য ধৈর্য এবং শক্তি কামনা করে বিশেষ দোয়া করা হচ্ছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, মাজারসংলগ্ন নির্ধারিত স্থানে আলাদা ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াত চলছে। বিভিন্ন মাদরাসার হাফেজ ও আলেমরা পর্যায়ক্রমে কোরআন পাঠ করছেন। তেলাওয়াত শেষে অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।
এদিকে সকাল থেকেই মাজার এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে আগত মানুষজন নির্ধারিত নিয়ম মেনে মাজারে প্রবেশ করে ফাতেহা পাঠ ও দোয়া করছেন। অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়, কেউ কেউ নীরবে মোনাজাতে হাত তুলছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাজার প্রাঙ্গণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে দলীয় স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। শোক ও ধর্মীয় আবহে আজ সারাদিন জিয়া উদ্যান এলাকা এক গভীর ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের রূপ নিয়েছে।
এএইচ/এফএ

