শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেগম জিয়ার জানাজায় এসে মৃত্যু, সেই নিরবের পরিবারের পাশে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

N
মূল ছবিতে নিহত নিরবের সন্তানকে স্বান্তনা দিচ্ছেন বিএনপির নেতারা। ইনসেটে নিহত নিরব হোসেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে মারা যাওয়া পটুয়াখালীর নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ নিরবের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তার জানাজায় অংশ নিয়ে পরে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন।


বিজ্ঞাপন


N2
নিহত নিরব হোসেনের জানাজার চিত্র। ছবি- প্রতিনিধি

এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে নিহত নিরব হোসেনের সন্তান জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার কথা জানান বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান পটুয়াখালীর বাউফল উপজেলার নিরব হোসেন। তিনি ছিলেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর