মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘স্বৈরাচারের সঙ্গে তিনি কোনো আপস করেননি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

‘স্বৈরাচারের সঙ্গে তিনি কোনো আপস করেননি’

‘গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করেছেন। কোনো মুহূর্তে স্বৈরাচারের কাছে তিনি আত্মসমর্পণ করেননি, কোনো আপস করেননি।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ‍পেয়ে মঙ্গলবার বিকেলে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন উত্তরা থেকে আসা নাজমুল হোসেন।


বিজ্ঞাপন


নাজমুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। দুপুর পর্যন্ত অফিস করে বেরিয়ে এসে এবার হাসপাতালে সামনে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ লাখো মানুষ দলমত নির্বিশেষে শোক জানাচ্ছে। তাঁর জন্য দেশবাসী কাঁদছে। এটার মতো পরম পাওয়া আর কী হতে পারে!

তিনি আরও বলেন, খালেদা জিয়া যে এই দেশবাসীর কাছে একজন জনপ্রিয় নেত্রী ছিলেন, সেটা আজ প্রমাণিত হচ্ছে। আজ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক জানাচ্ছে।

জাতি হারিয়েছে একজন নেত্রীকে। আজকের এই রাজনৈতিক সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন ছিল বলে মনে করেন নাজমুল।


বিজ্ঞাপন


picture

নাজমুল বলেন, খালেদা জিয়া আজ আপসহীন নেত্রী হিসেবে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করি এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।

নাজমুলের পাশে থাকা তাঁর বন্ধু ফয়সাল বলেন, এই সময়ে খালেদা জিয়ার চলে যাওয়া একটি বড় শূন্যতা তৈরি করল। তাঁর আরও কিছুদিন থাকা দরকার ছিল। তিনি দেখে যেতে পারলেন না তাঁর ছেলে ফিরে এসেছে, তাঁর দল ক্ষমতায় আসছে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি।

শুধু নাজমুল আর ফয়সাল নন, এখানে আসা তাদের মতো শত শত মানুষ মনে করেন, বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া অমর হয়ে থাকবেন।

তিতুমীর কলেজের ছাত্র আসাদ বলেন, আমরা দেশের একজন বড় অভিভাবককে হারালাম। তাঁর কারণে ভারত এ দেশকে গিলে খাওয়ার সাহস করেনি। তাঁর মৃত্যু জাতির জন্য হাহাকার তৈরি করল। তাঁর মতো করে আর কেউ গণতন্ত্র নিয়ে কথা বলবে না, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলবে না। এ জাতি তাঁকে শ্রদ্ধাভরে সারাজীবন স্মরণ করবে।

এমআইকে/এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর