বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে শুরুতে এনসিপির লক্ষ্য ছিল এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া। সে অনুযায়ী সারাদেশে প্রস্তুতি ও পরিকল্পনাও চলছিল এবং মনোনয়ন আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরও দুটি দলের সঙ্গে সমঝোতা হয়। তখন সিদ্ধান্ত হয়েছিল, এই তিন দল মিলে একটি সংস্কার জোট গঠন করে নির্বাচনে অংশ নেওয়া হবে।
তিনি বলেন, তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই ঘটনার পর পরিস্থিতি নতুনভাবে বিবেচনা করতে হয়েছে।
নাহিদ ইসলাম জানান, সমঝোতার ভিত্তিতে এনসিপির যেসব প্রার্থী থাকবেন, তারাই মনোনয়ন জমা দেবেন এবং সারা দেশে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে। যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে জোটের প্রার্থীদের পক্ষে দলটি প্রচারণা চালাবে। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করবে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক বাস্তবতায় স্পষ্ট হয়েছে যে আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং তারা নির্বাচন বানচাল করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থেই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এসেছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদী শক্তির মোকাবিলা এবং বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তুলতেই এনসিপি ১০ দলীয় জোটে যুক্ত হচ্ছে। ঐকমত্য কমিশনে এনসিপির দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। গণভোটের পক্ষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ রাজনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি জানান, এই ঐক্যের অংশ হিসেবে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদের আলোকে পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, জোটে থাকলেও এনসিপি ও জামায়াত নিজ নিজ আদর্শ অনুযায়ী আলাদাভাবে কাজ করবে। তার ভাষায়, জামায়াতের সঙ্গে এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং কেবল নির্বাচনী সমঝোতা। আগামী সোমবার মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলেও তিনি জানান।
এএইচ/এআর

