রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদত্যাগকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন আখতার হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

পদত্যাগকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বা আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে দল থেকে কয়েকজনের পদত্যাগকে স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


বিজ্ঞাপন


আখতার হোসেন বলেন, সংস্কার বিষয়টাকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে, বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে, ঐকমত্য কমিশনে আলাপের সময় স্বাভাবিকভাবেই জামায়াতের সঙ্গে আমাদের এক ধরনের মতের মিল তৈরি হয়েছে। সেসব প্রেক্ষাপটে এবং সংস্কারকে বাস্তবায়নের জায়গায় রেখে জামায়াতের সঙ্গে সামনের নির্বাচনের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি।

তিনি আরও বলেন, এনসিপির শুরু থেকে অনেকে দলে যুক্ত হয়েছেন, কেউ কেউ পদত্যাগও করেছেন। ব্যক্তির যে সিদ্ধান্ত, আমরা তা অবশ্যই শ্রদ্ধা করি। অতীতেও আমাদের দল থেকে কিছু পদত্যাগ হয়েছিল, তখনও আশঙ্কা করা হয়েছিল। তবে রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রে পদত্যাগ বা যোগদান একটি স্বাভাবিক ঘটনা।

সদস্যসচিব বলেন, দলের জন্য মূল চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন করা, যা নির্দিষ্ট কোনো ব্যক্তির পদত্যাগ বা যোগদানের সঙ্গে সম্পর্কিত নয়।


বিজ্ঞাপন


শনিবার এনসিপির কেন্দ্রীয় কমিটির কিছু সদস্যের পদত্যাগও ঘটেছে। ২১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি থেকে তাসনিম জারা ও তাসনুভা জাবিন পদত্যাগ করেছেন। এ ছাড়া শনিবার কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপিও দিয়েছেন।

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর