বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তারেক রহমানের বক্তব্য শুনতে নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

bNP dhakamail
তারেক রহমানের বক্তব্য শুনতে নেতা কর্মীদের দীর্ঘ প্রতীক্ষা। ছবি: ঢাকা মেইল।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটিতে এসেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের পর সমাবেশস্থল ও আশপাশে মাইকের পাশাপাশি বড় এলইডি মনিটর (স্কিন) স্থাপন করা হয়েছে। যে স্ক্রিনের সামনে তারেক রহমানের বক্তব্য শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দলটির নেতাকর্মীরা।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কুড়িল ৩০০ ফিট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

‎তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কুড়িল, বসুন্ধরা ও আশপাশের এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীদের সুবিধার্থে সমাবেশের বক্তব্য প্রচারে মাইকের পাশাপাশি বিপুল পরিমাণ বড় বড় একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী ফয়সাল হাসান জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এতো মানুষের সমাগম হয়েছে। ৩০০ ফিট এলাকায় দাঁড়ানোর জায়গা নেই। আমরা মঞ্চের সামনে দাঁড়াতে পারছি না। এজন্য এলইডি স্ক্রিনের সামনে আগ্রহ নিয়ে বসে আমাদের নেতার বক্তব্য শোনার জন্য।

‎আরেক কর্মী ওয়াদুদ আহমেদ বলেন, ‘আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের নেতা দেশে ফিরে এসেছ। এটাই আমাদের সবচেয়ে বড় খুশির খবর। আমাদের নেতাকে এক পলক দেখতে পেরে মনে হচ্ছে আমরা আবারও একটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এতো জনসমাগম হয়েছে, গত কয়েকদিন আগে থেকে মঞ্চের সামনে নেতাকর্মীরা অপেক্ষা করছে। মানুষের ভিড় ঠেলে কোনোভাবেই মঞ্চের যাওয়ার উপায় নেই। এজন্য আমরা এলইডি স্ক্রিনের সামনে তারেক রহমানের বক্তব্য শুনতে অপেক্ষা নিয়ে বসে আছি।’

‎এদিকে, কুড়িল ৩০০ ফিট এলাকা জুড়ে কোথাও পা ফেলার জায়গা নেই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন। গত তিনদিন আগে থেকেই কুড়িল ৩০০ ফিট এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান করেছেন।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর