সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরুল হক নুর ও রাশেদ খাঁন পাচ্ছেন গানম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

নুরুল হক নুর ও রাশেদ খাঁন পাচ্ছেন গানম্যান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকে গানম্যান দেওয়া হচ্ছে।

ইতোমধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মো. রাশেদ খাঁনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে গত ১৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে।

এই প্রটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন— সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।

এতে আরও বলা হয়েছিল যে, গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


এফএ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর