সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গানম্যান পেলেন প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

editors
ছবির বায়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার পর প্রথমসারির দুই গণমাধ্যমের সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, এ পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিজয়নগর এলাকায় দিনেদুপুরে খুব কাছ থেকে গুলি করা হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে গত বৃহস্পতিবার তিনি মারা যান। একইভাবে হামলার শিকার হতে পারেন, এমন ৫০ জনের মতো তালিকা আছে। 

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়েছি। আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছেন- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।’


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর আসার কিছু সময় পরই দেশের প্রথমসারির দুই গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

তারপর থেকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই দিক বিবেচনায় তাদের গানম্যান দিল সরকার।

এএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর