শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনসিপি নেত্রী রুমীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেত্রী রুমীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

‎রাজধানী ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তার মরদেহের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. আইসা পারভিন।  

 


‎‎নিহত জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিরপুর গ্রামে। তিনি মো. জাকির হোসেনের মেয়ে। 

‎মৃত রুমীর চাচাতভাই মেহেদী হাসান জানান, আমার চাচাতবোন রুমীর মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে পুলিশ। আমরা তার মরদেহ নিয়ে নওগাঁ জেলার পত্নী থানা এলাকার দিকে যাচ্ছি।

সুরতহাল প্রতিবেদনকারী হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, আমরা তার চাচাতভাই মেহেদী হাসানের কাছে জান্নাত আরা রুমীর মরদেহ হস্তান্তর করেছি। 

‎একেএস/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর