ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘বিচ্ছিন্ন হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবদল এখন ঐক্যবদ্ধ।’
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এমন মন্তব্য করে এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ।
এ ছাড়াও জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলও বৈঠকে অংশ নিয়েছে।
বিজ্ঞাপন
বিইউ/এফএ

