শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

Khaleda1
খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম ঢাকায়। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।

বিদেশি মেডিকেল টিমটি সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে। টিমের বেশির ভাগ চিকিৎসক চীনের নাগরিক বলে জানা গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, বিদেশি চিকিৎসকরা চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে সকালে বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন

এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে।


বিজ্ঞাপন


এক সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময়। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। 

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর