মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আদরের সেই বিড়াল নিয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

আদরের সেই বিড়াল নিয়ে যা বললেন তারেক রহমান
একটি ছবিতে বিড়ালের সঙ্গে তারেক রহমানের খুনসটি। অন্য একটি ছবিতে পাশেই বসে আছে বিড়ালটি। ছবি- সংগৃহীত

বিড়ালের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, বিড়ালটির লেজ ধরে টানছেন তিনি। 

অন্য একটি ছবিতে দেখা যায়, তারেক রহমান সোফায় বসে মোবাইল ঘাটছেন, পাশেই লেজ গুটিয়ে বসে আছে সেই বিড়ালটি। ছবি দেখেই বোঝা যায়, পোষ্যটি খুব আদরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। কিন্তু বিড়ালটি কি তার? নাকি অন্য কারও আদরের?

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ সম্পর্কিত এক প্রশ্নে তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘বিড়ালটি আমার মেয়ের। ও (বিড়ালটি) এখন অবশ্য সবারই হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব আদর করি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম, আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস-মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি (খালেদা জিয়া) কয়েকটি ছাগলও পালতেন।’


বিজ্ঞাপন


Tarek2
সোফায় বসে মোবাইল ঘাটছেন তারেক রহমান। পাশেই বসে আছে আদরের বিড়ালটি। ছবি- সংগৃহীত

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই আপনি যে দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, বাই দা ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না, আমাদের বাসায় একটি বিরাট বড় একটি খাঁচা ছিল। সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল, বিভিন্ন রকমের। আরেকটি খাঁচা ছিল, যেটার মধ্যে একটা ময়না ছিল। ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম।’

ময়নাটি বরিশালি ভাষায় কথা বলতো উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথা বলতো ময়নাটা। কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না। পশুপাখির প্রতি যে বিষয়টি, এটির সঙ্গে আমি কমবেশি ছোটবেলা থেকে জড়িত। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে।’

তিনি বলেন, ‘কুকুর-বিড়াল ছিল, গরু-ছাগল ছিল, হাঁস-মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি যতœ নেওয়া।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন ওরা (পশুপাখি) না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে, তবে আমরা বাঁচতে পারব না।’

প্রসঙ্গত, দুই দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন তিনি। উত্তর দেন রাজনীতিসহ ব্যক্তিগত নানা প্রশ্নের। দুই পর্বের ওই সাক্ষাৎকারটি সোম ও মঙ্গলবার প্রকাশ করে বিবিসি বাংলা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর