মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান

খুব শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্বে এ কথা বলেন তিনি। দুই পর্বে প্রকাশিত সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয় সোমবার। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে দেখানো হবে দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার।


বিজ্ঞাপন


প্রথম দিনের সাক্ষাৎকারে নির্বাচন ছাড়াও রাজনীতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান।

দেশে ফেরা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কিছু সঙ্গত কারণে হয়তো দেশে ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময়টা চলে এসেছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব।’

সেটা কবে এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মনে হয় দ্রুতই ইনশাল্লাহ।’


বিজ্ঞাপন


২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি। গত ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের পর তার দেশে ফেরা নিয়ে আলোচনা হলেও দলটির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে মির্জা ফখরুলসহ বিএনপির কিছু নেতা মাঝেমধ্যে তাদের বক্তব্যে খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান। এবার দেশে ফেরা নিয়ে কথা বললেন তারেক রহমান নিজেই।

নির্বাচনের আগে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায়? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব?

‘আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।’

দেশে আসার বিষয়ে নিরাপত্তার শঙ্কা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’

সাক্ষাৎকারের শুরুতে শারীরিক অবস্থা এবং ব্যস্ততা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি শারীরিকভাবে ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবেই ব্যস্ত যাচ্ছে। ফিজিক্যালি আমি হয়তো এই দেশে (যুক্তরাজ্যে) আছি। কিন্তু মন-মানসিকতা সবমিলিয়ে আমি তো গত ১৭ বছর বাংলাদেশেই রয়ে গেছি।”

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর