রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন, ইইউকে কারিগরি সহায়তার আহ্বান জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন, ইইউকে কারিগরি সহায়তার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে কারিগরি সহায়তাও চেয়েছে জামায়াত।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের বিষয়ে প্রতিনিধি দল জানতে চাইলে জামায়াতের আমির জানিয়েছেন—নির্বাচন কমিশন এ বিষয়ে পূর্ণ ব্যবস্থা নিয়েছে।

সাক্ষাৎকালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান সম্পর্কে প্রতিনিধি দল জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চান। তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে পুনর্ব্যক্ত করেছে দলটি।


বিজ্ঞাপন


টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর