রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মস্তিষ্ক কাজ করছে না নুরের, বসতে-শুনতেও সমস্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

Nur
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বর্তমান অবস্থা। ছবি- সংগৃহীত।

হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড। তার নাকের হাড় পুরোপুরি ভেঙে সেটি বাঁকা হয়ে গেছে। মস্তিষ্ক তেমন কাজ করছে না। তিনি স্থির হয়ে বসতে এবং শুনতেও পারছেন না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নুরের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এমনটাই জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তিনি জানান, ‘আমি আজ (বৃহস্পতিবার) সকালে নুরকে দেখতে আসি। আমার সামনেই তার নাক দিয়ে জমাট বাঁধা রক্ত বের হলো। সেখানে ঢাকা মেডিকেলের পরিচালকসহ আরও অনেক ডাক্তার ছিলেন।’

রাশেদ খান বলেন, ‘আজ চিকিৎসকরা নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন।’


বিজ্ঞাপন


Rashed-Khan
নুরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলছেন রাশেদ খান। ছবি- সংগৃহীত।

নুর সুস্থ হওয়ার পথে- বিভিন্ন মাধ্যমে এমন খবর ছড়ালেও সেটি সত্য নয় বলে এসময় জানান রাশেদ। তিনি বলেন, ‘নুরের এখনো মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে।’

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন নুর। সে আহত হন রাশেদ খানও। অভিযোগ, দলবল নিয়ে তারা জাপার কার্যালয় দখল করতে গিয়েছিলেন।

সেদিন থেকেই গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন নুরুল হক নুর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন। সঙ্গে জাপা নিষিদ্ধের দাবিও তুলেছেন। 

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নুরের ওপর হামলার ঘটনা যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ডাকসুর সাবেক এই ভিপিকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর