রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: সেলিমা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: সেলিমা

দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির রাজশাহী মহানগর ও জেলা শাখা নগরীর বাটার মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান।

এসময় তিনি বলেন, আজকে বিএনপির শুধু আনন্দের দিন নয়। আজকে আমাদের অঙ্গীকার করার দিন, আমাদের শপথ করার দিন। নেতৃত্ব মানে স্লোগান নয়। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।

আরও পড়ুন

‘বিএনপি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসেছে’

পথসভা শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা।


বিজ্ঞাপন


দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছিল দলটি। সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে দিনব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাষণ প্রচার ও রাতে আলোকসজ্জা করা হয়।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে রাজশাহীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর