রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বিএনপি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসেছে’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

‘বিএনপি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসেছে’

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, গত কয়েক দশকে বিএনপি জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। এ দল আজও বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক শক্তি হিসেবে দেশের মানুষের কাছে ভরসার প্রতীক।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির প্রবক্তা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তিনি শিল্প, কৃষি ও বাণিজ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে টেক্সটাইল শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তিনি চেয়েছিলেন দেশের উৎপাদিত কাপড় দিয়ে পোশাক তৈরি করে বিদেশে রফতানি করতে। এভাবেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভিত্তি রচনা করেন তিনি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিটি কাজ ছিল দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত। তিনি বিশ্বাস করতেন, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে হলে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা আজ ৪৭ বছরের ঐতিহ্য বহন করছে।

Screenshot_2025-09-01_200752

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষরা মেনে নিতে পারেনি। তিনি ১৭ মে বাংলাদেশে ফিরে আসার মাত্র ২৪ দিন পর গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। সেই চক্রান্ত আজও চলমান। তবুও শহীদ জিয়ার আদর্শ ও কর্মপ্রেরণায় আজ ঘরে ঘরে মানুষ স্মরণ করছে তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি উন্নত, আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের জন্য বিএনপি আজও দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নির্বাচনের ট্রেন থামানোর ষড়যন্ত্র চলছে: অমিত 

এদিকে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য র‌্যালি। সোমবার বিকেলে শহরের গণপূর্ত বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

Screenshot_2025-09-01_200949

উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র তাসকিন আহমেদ চিসতি, যুগ্ম আহ্বায়ক ড মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবি, সাবেক কাউন্সিলর শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান প্রমুখ।

এসময় জেলা বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় সমাবেশ বা শৃঙ্খলাবদ্ধ র‌্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর