রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রকাশ্য কথার লড়াই এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি একটি রাজনৈতিক মন্তব্য ঘিরে শুরু হয় এই বিতর্ক। রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি ‘টেস্ট ম্যাচ’।


বিজ্ঞাপন


এ সময় তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির মধ্যেও অনেকে আছেন, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী।

rumin-farhana

এই বক্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) সামাজিকমাধ্যমে রুমিন ফারহানা কড়া প্রতিক্রিয়া জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’

আরও পড়ুন

ফজলুর-রুমিনকে ঘিরে বিএনপিতেও ক্ষোভ, সিদ্ধান্তের অপেক্ষা!

একই সময় তার পোস্টে হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশটও যুক্ত করেন। যদিও খোঁজ নিয়ে দেখা যায়, রুমিন ফারহানা শেয়ার করা ছাত্রলীগের সেই প্যাডটিই ভুয়া। এর আগে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়েও এরকম ছাত্রলীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, অনেকেই মজাচ্ছলে ছাত্রলীগের এই একই প্যাডটিতে ফুটবলার লিওনেল মেসির নাম যুক্ত করেও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ, ২০২২ সালে ছাত্রলীগের কমিটিতে হাসনাতের পোস্টের সেই ভুয়া প্যাড এবার শেয়ার করলেন রুমিন ফারহানা।

রুমিনের এই মন্তব্য ও পোস্ট সামাজিকমাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। অনেকে তার বক্তব্যকে ‘অশালীন’ বলেও উল্লেখ করছেন, আবার কেউ কেউ এতে সমর্থনও জানিয়েছেন। ফলে বিষয়টি ঘিরে নেটমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। রুমিন ফারহানার দেওয়া সেই পোস্ট শেয়ার করেছেন আওয়ামী অ্যাক্টিভিস্ট মেহের আফরোজ শাওন। ক্যাপশনে তিনি লিখেন, ‘অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি।’ এরপর হ্যাশট্যাগে লিখেন, ‘বান্দির বাচ্চা’।

nijhum-rumin

রুমিন ফারহানার একই পোস্ট শেয়ার করেছেন আরেক আওয়ামী অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার। তিনি শেয়ার করা পোস্টের ক্যাপশনে লিখেন, ‘আমি নাম দিয়েছিলাম টোকাই। কয়েকদিন আগে হাবাদুল্লাহ বলেছিল, তাকে নাকি বান্দির পুত নামে ডাকা হচ্ছে। আজকে রুমিন আপা বললেন ফকিন্নির বাচ্চা। কোন নামটা বেশি মানিয়েছে বন্ধুরা?’

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গে রুমিন বলেন, আমি একজন নারী। শুনানিতে আমাকে প্রথমে ধাক্কা দেওয়া হয়। আমার লোকজন বসে থাকবে কেন? তাদের প্রতিক্রিয়ায় যা ঘটেছে, সেটা স্বাভাবিক। বিষয়টি অতিরঞ্জিত করার কিছু নেই।

পুরো ঘটনায় রুমিন ও হাসনাত—দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। তবে দুই রাজনৈতিক দলের এই নেতার উত্তপ্ত মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং কটূ ভাষার ব্যবহার রাজনীতির শালীনতা ও ভদ্রতার প্রশ্নও সামনে এনেছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর