রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিএম কাদেরকে আনিসুলের ‘ওপেন চ্যালেঞ্জ’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

japa
‘একাত্মতা প্রকাশ’ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করে দল থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এবার তিনি দলীয় চেয়ারম্যানকে কাউন্সিল করার ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘একাত্মতা প্রকাশ’ অনুষ্ঠানে তিনি জিএম কাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, সাহস থাকলে কাউন্সিল করুন। আমি নিজে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার প্যানেলে মহাসচিব থাকবেন রুহুল আমিন হাওলাদার। নির্বাচনে আসেন, আমি দেখতে চাই আপনি কত ভোট পান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হন দলটির নেতাকর্মীরা।

যেখানে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন সাবেক এমপি ও দলটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লার সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে দলটির তিন শতাধিক নেতাকর্মী।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের নতুন প্রেক্ষাপটে, জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি। কোনোভাবেই জাতীয় পার্টিতে ভাঙতে দেওয়া হবে না।

সাবেক এই মন্ত্রী বলেন, অনেক কষ্ট করে এই পার্টি করেছি, এই পার্টি যেন মুসলিম লীগ, জাসদের মতো হয়ে না যায়। সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, জাতীয় পার্টি ভাঙবে না, আরও বৃহৎ হবে।


বিজ্ঞাপন


আনিসুল ইসলাম বলেন, এরশাদ সাহেব আমাকে বলে গেছেন, এ পার্টি  যেন সাধারণ মানুষের মাঝে থাকে। সেজন্য আমরা কাজ করছি। আমরা যখন দেখলাম পদ নিয়ে পার্টিতে বাণিজ্য হয়, তখন আমি বাণিজ্য বন্ধ করার জন্য চেয়ারম্যানকে বলেছি। কিন্তু চেয়ারম্যান তা বন্ধ করেননি। গণতান্ত্রিক উপায়ে পার্টি পরিচালনার জন্য ২০-১ ক ধারা বাতিল করার জন্য বলেছি। তিনি তাও শোনেননি।

আরও পড়ুন

‘ছোট’ হয়ে আসছে জিএম কাদেরের বলয়!

আমাদের অব্যাহতি বেআইনি, চুন্নু এখনো মহাসচিব: আনিসুল

জাতীয় পার্টির এই নেতা বলেন, জিএম কাদের কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, কিন্তু তিনি দলের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। এরশাদ সাহেবও কোনো সিদ্ধান্ত আমাদের সঙ্গে আলোচনা ছাড়া নিতেন না। কিন্তু জিএম কাদের নিজেকে খোদার চেয়ে বেশি শক্তিশালী  মনে করেন। তিনি বারবার বলেন, আমি চেয়ারম্যান, আমার কথাই সব। আমি যদি বলি রাত তাহলে রাত। এভাবে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। সকলের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সরকারও চলে না। অথচ জিএম কাদের, নিজের কর্তৃত্ব বজায় রেখে দলের চালাতে চান।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে। দুইটা জাতীয় পার্টি থাকবে না। কোনো সিন্ডিকেটের মধ্যে জাতীয় পার্টি বন্দী থাকবে না। জাতীয় পার্টি হবে সকল তৃণমূলের নেতাকর্মীদের।

সাবেক এই মহাসচিব বলেন, দেশ আজ অনিশ্চয়তার মধ্যে আছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে একটা পরিবর্তন হয়েছে। পৃথিবীর দেশে দেশে এ ধরনের পরিবর্তন হয়। পরিবর্তন সময়ের দাবি।

মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদের  অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না। আমরা আগামী কাউন্সিল পর্যন্ত নিজ নিজ পদে বহাল আছি। জি এম কাদের এককভাবে তার স্ত্রীকে নিয়ে সিন্ডিকেট করে দল চালাতে চান, কিন্তু আমরা যারা এ পার্টির প্রতিষ্ঠাতা, তারা কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না, ছোট  হতে দেব না, কোনো সিন্ডিকেটের হাতে জাতীয় পার্টিকে তুলে দিতে পারি না।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর