দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। যারা সেই অভ্যুত্থানকে সফল করেছিল, তারা এখনও জাগ্রত এবং রাজপথে আছে। আমরা কোনো দখলদারিত্ব চাই না, আর পুরোনো সন্ত্রাসের রাজত্বও ফিরিয়ে আনতে দেওয়া হবে না।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দিনাজপুরের কৃষক যে খাদ্য উৎপাদন করেন সেই খাদ্য দিনাজপুরের মানুষের জন্য খরচ করতে হবে। দিনাজপুরে উৎপাদিত খাদ্য শস্য দিনাজপুরের মানুষের কাজে লাগাতে হবে।
নাহিদ বলেন, আমরা মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশের নতুন সংবিধানে জুলাই ঘোষণাপত্র থাকতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সমন্বয়ক নাসির উদ্দীন পাটেয়ারী, সামান্তা ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ প্রমুখ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস