শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

আমরা দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

আমরা দেশে আর কাউকে স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ব। যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।

শুক্রবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250704_164435

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের জন্য। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি। এজন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।

আরও পড়ুন

বিগত দিনে সনাতনধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন: নাহিদ

তিনি আরও বলেন, আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলব


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250704_164505

এসময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।

প্রতিনিধি/এসএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর