বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি: শিবির সভাপতি

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি: শিবির সভাপতি

অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ব্যর্থ না হলেও তারা জুলাই অভুত্থ্যানকে ওন করতে পারেনি। তাদের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্বলতার কারণে তারা বিপ্লবকে ধারণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জামায়াতের জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, আপনার স্বাভাবিক কোনো প্রক্রিয়াতে ক্ষমতায় অধিষ্ঠ হননি। আপনারা আমাদের দেশে শত শত ছাত্র জনতার রক্তের ওপর ভর ক্ষমতায় অধিষ্ঠ হয়েছেন। এজন্য আপনাদের বিপ্লবী চেতনা ধারণ করে আবু সাঈদ-মুগ্ধদের খুনিদের বিচার সম্পন্ন করতে হবে। ক্ষমতাসীন দল ও প্রধান দল। কারা এদেশকে চালাবে। তাই নিজেদের ক্ষমতাসীন দল ও প্রধান দল হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত ধাকুন।

জাহিদুল ইসলাম বলেন, আমরা কারও রক্ত চক্ষুকে ভয় পাই না। আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করি। আমরা শহীদ আবু সাঈদের দলের মানুষ। আমরা এই হাত দিয়ে অসংখ্য শহীদদের কবরে শায়িত করেছি। এই হাতে অনেক শহীদের রক্ত এখনও লেগে আছে। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। বরং এদেশের ছাত্র সমাজের, যুবসমাজের সাইকোলজি বোঝার চেষ্টা করবেন। এই ছাত্র সমাজের সাইকোলজি বুঝে রাজনীতি করবেন। আগামী এদেশ শাসন করবে, যাদের মধ্যে দেশ প্রেম আছে, তারাই।

thumbnail_jahidul_islam


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, রংপুর অঞ্চল সাহসিকতার অঞ্চল। জুলাই গণঅভুত্থ্যানে আবু সাঈদ ও তাহিরের মতো ২২ জন জীবন দিয়েছে। তাই রংপুরকে অবহেলা না করে, সুষম বণ্টনের মাধ্যমে রংপুরের উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের চাওয়া রংপুরের তিস্তা নদীর মহাপরিকল্পনা করে রংপুরকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।

দীর্ঘ ১৭ পর রংপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রংপুরের জনসভায় প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান। এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন জনসভায়। সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

আরও পড়ুন

রংপুরে জনসভা মাঠেই জুমার নামাজ আদায় করলেন জামায়াত নেতাকর্মীরা

এর আগে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে রিকশা, অটোরিকশা, ভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যানে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাঠেই দু'টি জামাতের মাধ্যমে জুমার নামাজ আদায় করেন তারা। এছাড়াও রংপুর নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে জনসভা মাঠে প্রবেশ করেন তারা।  সমাবেশস্থল ছাড়াও ডিসির মোড়, কাচারি বাজার, আরডিআরএস মোড়সহ বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপচে পরা উপস্থিতি লক্ষ করা গেছে। কখনও রোদ, কখনও ছায়া, এই রোদছায়ার লুকোচুরি আবহাওয়ার মাঝেই মাঠে বসেছেন হাজার হাজার নেতাকর্মী। বক্তব্যের শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল। সেই সাথে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ছেয়ে যায় পুরো মাঠ।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর ও জেলা শাখা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর