শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

রংপুরে জনসভা মাঠেই জুমার নামাজ আদায় করলেন জামায়াত নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে জনসভা মাঠেই জুমার নামাজ আদায় করলেন জামায়াত নেতাকর্মীরা

রংপুরের জনসভা মাঠেই জুমার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা। 

শুক্রবার (৪ জুলাই) দুপুরে দুটি জামাতে হাজারো নেতাকর্মী একসঙ্গে নামাজে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন।


বিজ্ঞাপন


এর আগে সকাল থেকেই রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট-বড় মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। মিছিলগুলোতে কেউ দাড়িপাল্লা প্রতীক, আবার কেউ জামায়াতের পতাকা হাতে অংশগ্রহণ করেন।

নামাজে অংশ নেওয়া নীলকণ্ঠ মাস্টারপাড়া এলাকার আব্দুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন পর হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে একসঙ্গে মাঠে জুমার নামাজ আদায় করতে পেরে খুবই ভালো লাগছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।’

মিঠাপুকুর উপজেলা জামায়াতের সদস্য মোস্তাফিজার রহমান বলেন, ‘দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের পর একসঙ্গে এত বিপুল নেতাকর্মী নিয়ে জুমার নামাজ আদায় করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের দিনটি আমাদের কাছে উৎসবের দিন। সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, নেতাদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য পাওয়া যাবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার সম্পর্কে জনগণকে অবহিত করা, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর জিলা স্কুল মাঠে এই জনসভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে বিজয়ের লক্ষ্যে দলকে উজ্জীবিত করার পাশাপাশি, সাধারণ মানুষের মাঝে জামায়াতের বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন। রংপুরে দীর্ঘ ১৭ বছর পর এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। দলটির লক্ষ্য, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটানো।

এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন— জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান; সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার; ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম; ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল; উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। 

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান সহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে জনসভাকে সফল করতে ইতোমধ্যেই রংপুর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো, মাইকিং, গণসংযোগ ও মোটরসাইকেল র‌্যালি আয়োজন করেছে দলটি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর