জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও দেশের মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২৯ জুন) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে ক্যাপশনে এই বার্তা দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইসলামী আন্দোলনের সমাবেশে গিয়ে যে হুংকার দিলেন সারজিস
সারজিস লেখেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ জনতার জাতীয় মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাত্মতা প্রকাশ। নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়।’
এর আগে শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে হাজির হন এই জুলাই বিপ্লবী। সেখানে বক্তব্যকালে দেন হুংকার। বলেন, দেশ ও জনগণের জন্য প্রয়োজনে তারা আবারও লড়াইয়ে নামবেন।
বিজ্ঞাপন
এসময় আগামীর বাংলাদেশের প্রশ্নে খুনিদের বিচার ও সংস্কারের প্রশ্নে সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান সারজিস আলম।
এনসিপি নেতা বলেন, ‘খুনিদের বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন ওই খুনি হাসিনা আর ক্ষমতায় আসতে পারবে না। যত নেতাই ওঠে দাঁড়াতে চেষ্টা করুক না কেন, কেউ পারবে না।’
এএইচ