সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘৮ আগস্ট বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

উচ্চ আদালত নিয়ে মন্তব্যে সারজিস আলমকে আইনি নোটিশ
এনসিপি নেতা সারজিস আলম। ছবি: সংগৃহীত

সরকারের নতুন দিবস ঘোষণা নিয়ে এবার চটেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং গণঅভ্যুত্থানের আরেক শীর্ষ সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ৮ আগস্ট ২য় স্বাধীনতা শুরু হয়নি; ২য় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে, আরেক সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।

গতকাল বুধবার (২৫ জুন) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাবলীকে স্মরণে রাখতে তিন নতুন দিবস ঘোষণা করেছে সরকার। দিবসগুলো হলো— ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ও  ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে দিবসগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দিবস তিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ ও ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় এসব দিবস পালনের জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা পালিত হবে। শুরু হবে উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে।

এই উপলক্ষে সরকার একটি ৩৬ সদস্যের জাতীয় কর্মসূচি কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর