রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণায় চটেছেন হাসনাত আবদুল্লাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

Hasnat
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি।

অন্তর্বর্তী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেওয়ায় চটেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট, ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসনাত।

এর আগে বুধবার (২৫ জুন) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাবলীকে স্মরণে রাখতে তিনটি নতুন দিবস ঘোষণা করে সরকার। বাকি দুটি হলো- ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

Has
হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টটি।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে দিবসগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, দিবস তিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘ক’ ও ‘খ’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় এসব দিবস পালনের জন্য সকল মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা পালিত হবে। শুরু হবে উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে।

এই উপলক্ষে সরকার একটি ৩৬ সদস্যের জাতীয় কর্মসূচি কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর