সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একযোগে গাজীপুরের ৮ উপজেলা ও পৌর বিএনপির কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

bnp
বিএনপির বিভিন্ন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, শ্রীপুর উপজেলা, শ্রীপুর পৌরসভা, গাজীপুর সদর উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কালীগঞ্জ পৌরসভা ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ জুন) এই কমিটি ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, আমরা গাজীপুর জেলার ৮টি ইউনিট উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। বিগত ১৬/১৭ বছরে দলের জন্য যাদের ত্যাগ-তিতিক্ষা ও শ্রম দিয়েছেন তাদেরকেই রাখা হয়েছে। যারা ক্লিন ইমেজের ভবিষ্যতে ভোটের মাঠে ধানের শীষের কান্ডারি হতে পারবেন, বিএনপিকে সমৃদ্ধ করতে পারবেন তাদেরকে কমিটিতে রাখার চেষ্টা করেছি আমরা।

এই নেতা বলেন, আহ্বায়ক কমিটিগুলোতে হয়তো সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়নি। যারা দলের প্রতি শ্রদ্ধাশীল, যারা দলের জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে কমিটিতে রাখা হবে।

তিনি আরও বলেন, কালিয়াকৈরসহ গাজীপুর জেলার নবগঠিত প্রত্যেকটি আহ্বায়ক কমিটির নেতারা দলের জন্য নিবেদিত প্রাণ। তারা ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবে। যারা কমিটিতে সুযোগ পাননি তারা দলের জন্য কাজ করে যাবেন। পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে সুযোগ দেওয়া হবে।

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি


বিজ্ঞাপন


মো. আব্দুল মোতালেব মন্ডলকে আহ্বায়ক এবং খায়রুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এক নম্বর নাম্বার সদস্য হিসেবে আছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এছাড়া মো. হুমায়ুন কবির সরকারকে আহ্বায়ক এবং বিল্লাল হোসেন ব্যাপারিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক গঠন করা হয়েছে।  এতে মাওলানা এস এম রুহুল আমিনকে এক নম্বর সদস্য করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি

মো. নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীকে সম্মানিত সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন কাজী সাইয়েদুল আলম বাবুল, ব্যারিস্টার চৌধুরী আহমদ সিদ্দিকী, মো. লতিফসহ ৪১ জন।

আরও পড়ুন

কোথায় হারালেন ‘পল্টি’ দেওয়া সেই নেতারা?

নারী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে ১৯ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

এছাড়া মো. মাসুদ সরকারকে আহ্বায়ক, মো. মহসিন উজ্জামানকে সদস্য সচিব এবং হুমায়ুন কবির খানকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কমিটি

মাস্টার হুমায়ুন কবিরকে আহ্বায়ক, খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব এবং এ কে এম ফজলুল হক মিলনকে সম্মানিত সদস্য কালিগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মো. হোসেন আরমানকে আহ্বায়ক, ইব্রাহিম প্রধানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোস্তফা কামালকে এক নম্বর সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলা

মো. আবু তাহের মুসুল্লীকে আহ্বায়ক, আবু বক্কর সিদ্দিককে সদস্য সচিব এবং জয়নাল আবদীন রিজভীকে এক নম্বর সদস্য করে গাজীপুর সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা

শাহ রিয়াজুল হান্নানকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব এবং মমতাজ উদ্দীন রেনুকে ১ নম্বর সদস্য করে কাপাশিয়া বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্য হিসেবে আরও আছেন, আফজাল হোসেন বেপারী, আজগর হোসেন খান, রাশেদুল হক, সাখোয়াত হোসেন সেলিম, ফ.শ এমদাদুল হোসেন প্রমুখ।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর