‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ নামক ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সারাদেশ থেকে ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পেয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১১ জুন) ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।
বিজ্ঞাপন
গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ক্রাউডফান্ডিং কার্যক্রম শুরু হয়েছিল। এখন পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ২৬৫ জন নাগরিক এতে অনুদান পাঠিয়েছেন বলে মোস্তাফিজের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে।
আরও পড়ুন: ছাত্রদল, শিবির ও এনসিপির আয়ের উৎস কী?
এনসিপির এই নেতার দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।
সাইফ মোস্তাফিজ তার পোস্টে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভাই-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা এই ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য যোগাযোগ করছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (ফড়হধঃব.হপঢ়নফ.ড়ৎম) অনুদান পাঠাতে পারবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এনসিপি নেতা বললেন ‘মাফিয়া হাসিনাকে তাড়িয়ে আমরাই এখন বড় মাফিয়া’
পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে মোস্তাফিজ লিখেছেন, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে।
ক্রাউডফান্ডিংয়ের আপডেট বিষয়ে তিনি লিখেছেন, জনগণের যে আমানত আমাদের কাছে আসছে স্বচ্ছ রাজনীতির জন্য, সেটা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিত আপডেট দেব। এনসিপির ওয়েবসাইটেই ধীরে ধীরে ক্রাউডফান্ডিং, আয়-ব্যয়সহ সকল আপডেট অটোমেটেড পাওয়া যাবে।
এর আগে গত ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন দলের সদস্যসচিব আখতার হোসেন। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ছিলেন তিনি।
এসএইচ/এএইচ