বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

এনসিপি নেতা বললেন ‘মাফিয়া হাসিনাকে তাড়িয়ে আমরাই এখন বড় মাফিয়া’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১০:২৪ এএম

শেয়ার করুন:

ncp
এনসিপির ঈদ পুনর্মিলনী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর কেউ নেই।’

সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জুবাইরুল আলম বলেন, ‘দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেন, আনোয়ারা-কর্ণফুলী উপজেলার সংগঠকবৃন্দ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন

সংস্কার এড়িয়ে ভোটের দিকে গেলে এনসিপি কর্মসূচি দেবে: আখতার

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই: সারজিস

অনুষ্ঠানে এই দুই উপজেলা থেকে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


জুবাইরুল আলম মানিক তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কেবল ক্ষমতার জন্য নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।’

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর