বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

‘শিবির মারা জায়েজ’ বলে পোস্ট দেওয়া ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

shibir
থানায় জিডি করেন শিবিরের নেতারা। ছবি: ঢাকা মেইল

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রশিবিরের পক্ষ থেকে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন এ জিডি করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসতাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত ছাত্রদলকর্মীর নাম আহনাফ তাহমিদ অর্জন (২৩)। তিনি নগরীর ভাটাপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আহনাফ রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। তিনি রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কর্মী।

জিডিতে উল্লেখ করা হয়, ‘শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না এটা নিয়ে ডিবেট হওয়া উচিত- লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন আহনাফ তাহমিদ অর্জন। যেহেতু পোস্টের লেখাগুলো হুমকিমূলক, সেহেতু মহানগরের ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’

আরও পড়ুন

ছাত্রদল, শিবির ও এনসিপির আয়ের উৎস কী?

এদিকে, হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতারা। শুক্রবার (৩০ মে) রাতে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা সভাপতি মোহা. শামীম উদ্দিন ও সেক্রেটারি ইমরান নাজির যৌথ এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর নানা ধরনের জুলুম ও নির্যাতন করত। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছিল। হাসিনার পতনের পর লীগের সব সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে ছাত্রলীগের সেই চিরচেনা সন্ত্রাসী রূপ ফুটে উঠছে।’

Shibir2
Caption

 

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ আরও বলেন, ‘রাজশাহীতে ছাত্রদলের এক কর্মী ছাত্রশিবিরকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমরা তার এ ধরনের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার হুমকির জন্য আমরা শঙ্কিত। তাই থানায় জিডি করা হয়েছে। প্রয়োজনে মামলাও করা হবে। তবে আমরা আশা করছি, পুলিশ-প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী হুমকিদাতাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে। একইসাথে এ ধরনের ঘৃণিত কাজ পরিহারপূর্বক ছাত্রদল নিজেদের ইমেজ নষ্ট করার আত্মঘাতী কার্যকলাপ থেকে বিরত থাকবে।’

আরও পড়ুন

জামায়াত-শিবিরকে সামনে রেখে ‘কাজ সেরে’, এখন পাকিস্তানপন্থী তকমা?

এ বিষয়ে অভিযুক্ত আহনাফ তাহমিদ অর্জন ঢাকা মেইলকে বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। ক্যাম্পাসগুলোতে শিবির মুভ করার চেষ্টা করছে। সেজন্য আমার আন-ইজি লেগেছে। তাই ক্রোধের বশে এরকম একটা পোস্ট দিয়েছিলাম। পরবর্তী সময়ে যখন জানলাম এটা ঠিক হয়নি; তখন আমাদের মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিন ভাই আমাকে ফোন করে বলে দিল, দেখো এটা ঠিক হয়নি। এরপর আমি পোস্ট রিমুভ করে দিয়েছি। ছাত্রশিবির আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তারা যদি আইনি ব্যবস্থা নেয়, তাহলে আমিও পাল্টা আইনি ব্যবস্থা নেবই।’

এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির ঢাকা মেইলকে বলেন, ‘ছেলেটাকে আমি সেভাবে চিনি না। এমিন জাস্ট জানি সে ছাত্রদল করে। মহানগর ছাত্রদল থেকে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসতাক হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর